স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব কুলাউড়ার মোকাব্বির

জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনাব মোঃ মোকাব্বির হোসেন, গত ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সিনিয়র সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) পদে যোগদান করেন।বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ জনাব মোঃ মোকাব্বির হোসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং ২৫ ফেব্রুয়ারী, ২০২১ তারিখ তিনি ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে যোগদান করেন। ভূমি আপীল বোর্ডে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুগ্মসচিব হিসেবে জনপ্রশাসন, অর্থ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং উপসচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বিএমইটি ও সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) দশম ব্যাচে যোগদান করেন। চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারতে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ প্রাপ্ত হন। জনাব মোঃ মোকাব্বির হোসেন ১লা জানুয়ারি, ১৯৬৭ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর জন্মস্থান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া গ্রামে । তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *