গুম স্বজনদের লড়াইয়ে বিএনপি সঙ্গে থাকবে: স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন

গুমের সঙ্গে জড়িতদের বিচারের লড়াইয়ে স্বজনদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল কনফারেন্স রুমে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের চিত্র তুলে ধরে তোলা আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান ‘জান ও জবাব’ অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা হয়, একটি বিচারবর্হিভূত ঘটনা হয়, অবৈধ আটকাদেশের ঘটনা হয়… আমরা তাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।

‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা গুমের ঘটনার জন্য দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করুন। তাদের বিচারের সম্মুখীন করুন।

.’‘মায়ের ডাক’ এর উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘গুম: জান ও জবান’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। সেখানে গুমের শিকাদের স্বজনরা উপস্থতি ছিলেন। সবার হাতে ছিল তাদের প্রিয়জনের আলোকচিত্র।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আলোকচিত্রী মোশফিকুর রহমান জোহান বক্তব্য রাখেন।www.jagonews24.com

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *