গণমাধ্যম কর্মীদের সাথে কুলাউড়া থানার নবাগত ওসি গোলাম আপছারের মতবিনিময়
মৌলভীবাজারের কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এবং পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ওসি মো. গোলাম আপছার বলেন, কুলাউড়া থানা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অপরাধ দমনে কাজ করবে। কুলাউড়া থানায় পুলিশের পূর্ণ জনবল রয়েছে। শুধুমাত্র লজিস্টিক সাপোর্টের অভাবে পুলিশের পক্ষে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।তিনি আশাবাদী পুলিশ দ্রুত সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে এবং বর্তমান পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুলিশিং সেবা দিয়ে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করবে। পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, থানার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। অবহেলিত মানুষদের আইনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যম কর্মীরা পুলিশকে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও অন্যানের মধ্যে থানার এসআই আমির হোসেন উপস্থিত ছিলেন।