কুলাউড়া’র কোনাগাঁও এলাকায় প্রবাসী শাহদাত মনি’র বাড়িতে চুরি
মৌলভীবাজার জেলার কুলাউড়া’র ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও এলাকার স্হানীয় বাসীন্দা, আমেরিকা প্রবাসী সিস্টেম আর্কিটেক্ট যুক্তরাষ্ট্রীয় প্রকল্প, উপদেষ্টা স্পোর্টস কুলাউড়া’র শাহাদাত হোসেন মনি’র বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
প্রবাসী মনি মোঠো ফোনে যানান, গত ২৩ সেপ্টেম্বর মধ্য রাতে আমার বাড়িতে গ্রীলের তালা ভেঙে চুর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়৷ ২৪ সেপ্টেম্বর আমার চাচা ইউপি সদস্য ওবায়দুর রফিক এর মাধ্যমে থানায় মৌখিক ভাবে যানানো হয়।
প্রশাসনের কাছে আমার দাবি ২০২৪ এর ৫ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন হলেও আমরা কেনো বৈষম্যের শিকার, আমার বাবা আব্দুল সফিক একজন শিক্ষক ও সাবেক জন প্রতিনিধি, বড় চাচা আব্দুল মজিদ শিক্ষক, আমার মেজো চাচা আব্দুল আজিজ ব্যাংকার, আমার ছোট চাচা দূর্নীতি দমন কমিশনে কর্মরত, আমার একটি শিক্ষিত ও মার্জিত পরিবার, আমাদের এই সংসারে কোন শকুনের নজর পড়লো। আমি প্রশাসনের কাছে জোর দাবি যানাই অতি শীগ্রই এই চুর চক্রকে ধরে আইনের আওতায় আনা হউক।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, আমি ঐ প্রবাসীর বাড়িতে গিয়েছি সব কিছু দেখে এসেছি, উনারা অভিযোগ দিলে আমরা তদন্ত শুরু করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।