কুলাউড়ায় সবুজ সিংহ ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ
কুলাউড়ায় সামাজিক সংগঠন সবুজ সিংহ ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর, পৌরসভার উত্তর মাগুরা ও সাদেকপুর এলাকায় তিন শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের সভাপতি রুবেল বখস পাভেল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ মাহি, আব্দুল বাসিদ, আলমগীর হোসেন বখস, জুয়েল আহমদ, সিপার বখস, আবু সায়েম, রিংকু বখস, কাতার প্রবাসী কবির আহমদ, সামাদ বখস, আজহার সাকিব, সায়েদ আহমদ, রুহুল আমিন, শিপন আহমদ, রুবেল হোসেন, রাজের আহমদ, নাবিলা আহমদ, বিকাশ, গোবিন্দ চন্দ্র দাস, ফাহিম আহমদ,সুয়েব, শুভ পাল, শারজিল আহমদ প্রমুখ।
সবুজ সিংহ ক্লাবের সভাপতি রুবেল বখস পাভেল জানান, বন্যা কবলিত মানুষের মাঝে চিড়া, চিনি, বিস্কুট, ওরস্যালাইন বিতরণ করেছেন। প্রাকৃতিক যেকোনো বিপর্যয়ে সবুজ সিংহ ক্লাব মানুষের পাশে থাকে। বৃহস্পতিবার তাঁরা বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুঁকনো এই খাবারগুলো পৌঁছে দিয়েছেন।