কুলাউড়ায় মুক্ত কুড়িঁ ওপেন স্কাউট মহাদল এর পূর্ণাঙ্গ কমিটি ঘটন
বাংলাদেশ স্কাউট কুলাউড়া উপজেলা শাখার স্কাউটস এর আওতাধীন পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করার মাধ্যমে যাত্রা শুরু করলো সংগঠনটি। বৃহস্পতিবার সেপ্টেম্বর এই কমিটির সকল সদস্য মিলে এই কমিটি ঘোষনা করা হয়।
পরে গ্রুপর সাধরন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর সম্পাদনায়, সভাপতি মোঃ আব্দুল কাদির রনির সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
তারা জানান বিগত ২০১৫ সালে এই গ্রুপের কার্যক্রম ছিল তবে মধ্যেখানে কিছু সময় নেতৃত্ব শূন্য থাকায় গ্রুপের কার্যক্রম একটু অগুছোনো হয়ে পড়ে। বর্তমানে এক্স স্কাউট সবার উদ্যোগে গ্রুপের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশ স্কাউটস থেকে উপজেলা পর্যায় সকলের সহযোগিতা কামনা করেন।
গ্রুপের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি- মোঃ আব্দুল কাদির রনি,সিনিয়র সহ-সভাপতি রিফাত ইসলাম মাহি,সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান শান্ত,সহ-সভাপতিঃ জুয়েল ইসলাম,সহ-সভাপতিঃ মোঃ সিপন আহমদ সহ-সভাপতিঃ এম এ মোক্তাদির চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন,সহ-সাধারণ,সম্পাদক রোকেয়া সুলাতানা কেয়া সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,সহ-সাধারণ,সম্পাদক তানভীর আহমেদ আবির,কোষাধ্যক্ষঃ মোঃ তাহমিদুর রহমান। কার্যকরী সদস্যবৃন্দ মোঃ সুমন আহমদ, মোঃ সাব্বির আহমদ, জিবা আক্তার ইবা,ফাতেমা আক্তার,লিচি বেগম,মোমিনা আক্তার,মাহের আলি আল সিদরাত রাকিব।
আলোচনা ও কমিটি ঘোষনা শেষে সকলে মধ্যে মিষ্টি বিতরন করেন সংগঠনের নতুন সভাপতি রনি ও সাধারণ সম্পাদক জয়নাল।