কুলাউড়ায় মাদকমুক্ত চা বাগান গড়তে চান ছাত্রসমাজ ও শ্রমিকরা

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ার লুয়াইউনি চা বাগানের ছাত্রসমাজ ও শ্রমিকরা একত্রিত হয়ে মাদক নির্মূলে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান ও স্থানীয় যুব সমাজের সহযোগিতায় চা বাগানের ভেতরে মদ এবং অন্যান্য মাদকদ্রব্যের আস্তানায় অভিযান পরিচালিত হয়।

অভিযানের পর থেকে বাগানে সকল ধরনের মাদক বিক্রি বন্ধ রয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) চা বাগানের ছাত্রসমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সত্য নারায়ণ নাইডু, সভাপতি অজিত কৈরি, ছাত্রদের মধ্যে বিপ্লব কৈরি, অসীম কৈরি, বিপ্লব গোয়ালা প্রমুখ ।

বক্তারা বলেন, আমরা মাদকমুক্ত চা বাগান গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে কোনো ধরনের মাদক বিক্রির ঘটনা ঘটলে তার দায়ভার সম্পূর্ণ মাদক বিক্রেতার ওপর থাকবে। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ গড়তে চাই। বক্তারা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে চা বাগানকে মাদকমুক্ত হিসেবে ঘোষণা করে সকলের সহযোগিতা ও সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *