কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’-এ স্লোগানকে সামনে রেখে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
প্রাক-প্রাথমিক শিক্ষিকা রুমেনা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সহকারী শিক্ষা কর্মকর্তা একলাস মিয়া প্রমুখ।
সভাশেষে প্রাক-প্রাথমিক শিশুদের ছড়া পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।