কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক খালিক উদ্দিন, নিত্যপ্রশিক্ষক দেলোয়ার হোসেন দুর্জয়, সংগীত প্রশিক্ষক সুমিত্রা ভট্টাচার্য, চিত্রাঙ্কন প্রশিক্ষক জাহানারা আক্তার ও প্রাক-প্রাথমিক শিক্ষক রুমেনা আক্তার প্রমুখ।
সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে ৫০০ ছেলে-মেয়ে ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।