কুলাউড়ায় বিনা লাভের বাজার কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা লাভের বাজার কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই বিপণন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
শনিবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দেখা যায় ক্রেতারা নিত্যপণ্য কিনতে সেখানে ভিড় করেছেন। সাধারণ বাজার থেকে প্রতিটি পণ্যের দাম প্রায় ১০-১৫ টাকা পর্যন্ত কম বলে জানিয়েছেন ক্রেতারা।
রিকশাচালক দুলাল মিয়া বলেন, বন্যার কারণে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক চড়া। স্থানীয় বাজারেই সবজির দাম কেজি প্রতি ১৫ -২০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে আমি অনেক সবজি কিনেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, ভোক্তারা যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, তাই ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাইকারি বাজার থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্যের ব্যবধান কমেছে। আমরা মোট ১৫টি পণ্য বিক্রি করছি। আলু, বেগুন, শশা, লাউ, কাচামরিচ, ডিম, শাক-সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।
এখানে বরবটি ৬০ টাকা ,বেগুন ৪০ টাকা, মুলা ৩০ টাকা, লাউ ৫০ টাকা, কুমড়া ৩০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মরিচ কেজি ১২০ টাকা, শসা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিনা লাভের বাজার কুলাউড়া উপজেলা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় দিনের কার্যক্রমে
উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী নাহিদুর রহমান, লিংকন তালুকদার, জাহিদুল ইসলাম, আদনান চৌধুরী
জাকির আহমদ, সাকেল আহমদ, সয়ফুল ইসলাম, মুন্সি মুজাদ্দিদ, সাদিম আশরাফ, খাইরুল ইসলাম রুমেল, ইব্রাহিম আলী।
কয়েকজন ক্রেতা জানান, নিম্নবিত্তের জন্য এটি বেশ বড় একটি উদ্যোগ। ।
সবজির বাজারে আসা
বাজারে আসা নাসির উদ্দীন জানান, অন্য বাজারের তুলনায় ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিটি পণ্য বিক্রয় করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ।