কুলাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুলাউড়া উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
১৪ সেপ্টেম্বর শনিবার পৌর শহরের পালকি কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে কুলাউড়া উপজেলার সভাপতি ফয়সল আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি রহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবাহ।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সভাপতি হাফেজ আলম হোসেন, সেক্রেটারি নিজাম উদ্দিন,উপজেলার সাবেক নেতা তাজুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল মোহিত প্রমুখঃ
নেতারা বলেন দীর্ঘদিন পর মুক্ত বাতাসে এমন সমাবেশ করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন শিবির নেতৃবৃন্দ।