কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার আয়োজনে ও সোনালী ব্যাংক কুলাউড়া শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার শাখার প্রিন্সিপাল অফিসার মো. গোলাম সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, সরকার জালনোটের প্রতারণার হাত থেকে জনগণকে রক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সচেতন করার লক্ষে বিভিন্ন স্থানে কর্মশালা করছে। এর মাধ্যমে জনগণ সচেতন হবে এবং প্রতারক থেকে রক্ষা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক সতীশ চন্দ্র দাস, সহকারী পরিচালক তানভীর আহমদ ও মো. মোশাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল শাখার এসপিও মহিউদ্দিন মো. মাহমুদুজ্জামান প্রমুখ।

কর্মশালায় ব্যাংকিং ব্যবস্থাপনা ও গ্রাহকদের ব্যাংকিং লেনদেনে ভোগান্তি হয়রানি নিয়ে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনা হয়।

কর্মশালায় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, সমন্বয়ক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *