কুলাউড়ায় কর্মধা ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ
মোলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে কর্মধা ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ, মঙ্গলবার ৫ নভেম্বর রাত ৮ ঘটিকায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মধা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ রোজেল এর সভাপতিত্বে ও মানব সেবায় রক্তদান সংস্থা বরমচালের প্রতিষ্ঠাতা সভাপতি এ,আর,কে শিপু পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নয়াব আলী আব্বাস খান।
বিশেষ অতিথি কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ,কর্মধা ক্রিকেট ক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দ মোকাম্মেল আলী সাহেদ,সংবাদকর্মী বাবুল আহমদ,কর্মধা ক্রিকেট ক্লাবের সভাপতি আব্দুল হান্নান প্রমুখঃ
শুভ উদ্বোধনী অনুষ্ঠানের ক্লাবের অগ্রগতির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা ক্লাবের স্লোগান “মাদক মুক্ত সমাজ গড়ি”
সভাপতির বক্তব্যে তিনি বলেন ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই আমরা সমাজের মঙ্গল এবং তরুণদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমাদের ক্লাবের সকল ভালো কাজে পাশে থাকবেন এবং খেলাধুলার পাশাপাশি আমরা এক ঝাঁক তরুন ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই,তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছায়া থেকে দূরে থাকুক এবং সমাজে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পরিবেশ বজায় থাকুক।
ফিতা কেটে অফিস উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।