কুলাউড়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) পরিষদ সভাকক্ষে দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাছরিন চৌধুরীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান রাজকুমার কালোয়াড় রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, থানার ওসি মো. আলী মাহমুদ, রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দে, উপজেলা এলজিইডির প্রকৌশলী তারেক বিন ইসলাম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শিমুল আলী।
আরও বক্তব্য রাখেন ইয়াকুব-তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বিদ্যুৎ বিভাগের আবাসিক সহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মমদুদ হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুর রব মাহবুব, আব্দুল মালিক, আকবর আলী সোহাগ, খোরশেদ আহমদ খান সুইট, মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।
সভার পূর্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া সভায় মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কুলাউড়ার অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় তাকেও ফুল দিয়ে বরণ করা হয়।