কুলাউড়ায় আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাদিরকে বরখাস্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নবাব আলী নকি খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও সড়কে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী এবং স্বৈরাচারি সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে অধ্যক্ষকে তার পদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন করে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নবাব আলী নকি খাঁন সময় কুলাউড়াকে জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিকেলে কলেজে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে বরখাস্ত করা হয়। এ সময় কলেজের সহপ্রধান শিক্ষক শশাঙ্ক শেখর গোস্বামীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি অধ্যক্ষ মো. আব্দুল কাদির উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *