কুলাউড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে কুলাউড়ায় রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)শাহ জহুরুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য অফিসার আবুল মাসুদ, কৃষি অফিসার জসিম উদ্দিন, ইউআরসি ইন্সট্রাকটর মহিব উল্ল্যাহ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এখলাছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কমকতা মো শিমুল আলী, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, খালেদ পারভেজ বক্স, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, কালেরকন্ঠ প্রতিনিধিমাহফুজুর রহমান শাকিল ও কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন প্রমুখ।