কুলাউড়ায় অ্যাডভোকেট আবেদ রাজার নেতৃত্বে পুজা মান্ডপ পরিদর্শন ও সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা বলেছেন, মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে।

মন্দির পাহারার পাশাপাশি দুষ্কৃতকারী যাতে শান্তিপ্রিয় এ উৎসবে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকেও সজাগ থাকবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে শহরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল হোসেন খান, প্রচার সম্পাদক শেখ মো. শহীদুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু প্রমুখ।

পরে নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের কালীবাড়ি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন অ্যাডভোকেট আবেদ রাজা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *