কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা : ১৪টি যানবাহন জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দ (৪০)নামে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিপুর ইউনিয়নের আশ্রয়গ্রাম মৌজার মনু তীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহিরুল হোসেন। অভিযানকালে ১৩ টি ট্রাক ও ১ টি এক্সকে়ভেটর জব্দ করা হয়।

এব্যাপারে সহকারী কমিশনার ভূমি শাহ জহিরুল হোসেন জানান, নদীর তীর কেটে মাটি নেওয়ার ফলে নদীর বাধ ভাঙার ঝুঁকি থাকায় অভিযান চালিয়ে ১ ব্যাক্তিকে জরিমানা ও ১৪ টি যানবাহন জব্দ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *