কানাডায় নিজ উপজেলা কুলাউড়ার নাম উজ্জ্বল করতে মুন্নার প্রচেষ্টা
দেশ বা নিজের এলাকা প্রেম একটি মহৎ গুণ। দেশের প্রতি ভালোবাসা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যে মানুষের মধ্যে দেশ বা এলাকাপ্রেম নেই, সে মানুষ হলেও কিন্তু প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ তো সেই, যার স্বদেশের প্রতি, নিজের উপজেলার প্রতি ভালোবাসা, আবেগ ও অনুভূতি রয়েছে। সর্বদাই নিজের এলাকার কল্যাণে ভূমিকা রাখার চিন্তা-চেতনা রয়েছে। মা যেমন প্রত্যেক সন্তানের কাছে প্রিয়, ঠিক তেমনই একজন মানুষের কাছে তার জন্মভূমি নিজ এলাকা অধিক প্রিয়।
সেই চিন্তা চেতনা থেকে কুলাউড়ার ছেলে সারোয়ার হোসেন চৌধুরী মুন্নার কানাডার মতো উন্নত দেশে নিজের এলাকার নাম তুলে ধরতে গাড়িতে পরিশ্রমের টাকা খরচ করে গাড়ির নাম্বার প্লেটে নিজ উপজেলা কুলাউড়ার নাম জায়গা করে নিয়েছেন।
কানাডা প্রবাসী তানিম ইকবাল চৌধুরী জানান কানাডার বুকে কুলাউড়াকে ভালো বেসে মুন্না প্রায় ৩ লক্ষ টাকা এদেশের সরকারকে প্রদান করে এই নামটি তুলে ধরে কানাডায় কুলাউড়ার সকল মানুষের প্রশংসায় ভাসছেন।
উল্লেখ্য : সারোয়ার হোসেন চৌধুরী মুন্না কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার আব্দুস শহিদ চৌধুরীর ছেলে, তিনি বিগত ১ বছর আগে কানাডায় পাড়ি জমান।