এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি উদযাপন আয়োজনের আহ্বায়ক হলেন এনামুল ইসলাম এনাম

কুলাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (এনসি স্কুল) শতবর্ষ পেরিয়ে ১১৬ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

এ লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এনসি স্কুলের হল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় ধাপে বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচ প্রতিনিধিদের নিয়ে গত ২১ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে এনসি স্কুলের শিক্ষক মিলনায়তন কক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এনামুল ইসলাম এনাম এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মাসুদ রানার সঞ্চালনায় ব্যাচ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়৷

সভায় ব্যাচ প্রতিনিধি ও ডিসিপ্লিনারী কমিটির সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ১৯৬৭ ব্যাচের শিক্ষার্থী কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম কে এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি উদযাপন আয়োজক কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়। এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিন্টু ও ২০০১ ব্যাচের শিক্ষার্থী রেজাউল আলম ভূইয়া খোকনকে দায়িত্ব দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে উদযাপন আয়োজনের উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন, আমান উল্লাহ, আব্দুল বাছিত, সুশিল সেনগুপ্ত, সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, খন্দকার লুৎফুর রহমান, শওকতুল ইসলাম শকু, শামীম আহমদ চৌধুরী, রেদোয়ান খান, বদরুজ্জামান সজল, অধ্যক্ষ আব্দুল হান্নান, আব্দুল জলিল জামাল, মইনুল ইসলাম শামীম, সিপার আহমদ, শরীফুজ্জামান চৌধুরী তপন, আসম কামরুল ইসলাম, ডাঃ আবু সাঈদ আব্দুল্লাহ মুকুল, ডাঃ রুকন উদ্দিন আহমদ, আবু তাহের, জুবের খান, কাওছার আহমেদ নিপার, নির্মাল্য মিত্র সুমন, সুফিয়ান আহমদ (আংশিক এবং ক্রমানুসার জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন এর সাথে ১৯৯০ থেকে ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছে, ১৯৯০ ব্যাচ- নির্ধারণ হয়নি ১৯৯১ ব্যাচ- নির্ধারণ হয়নি ১৯৯২ ব্যাচ- আবু সাদেক আব্দুল্লাহ, ১৯৯৩ ব্যাচ- শহিদুল ইসলাম তনয় ১৯৯৪ ব্যাচ- শাহীন আহমদ ১৯৯৫ ব্যাচ- আব্দুল জব্বার ১৯৯৬ ব্যাচ- মোঃ কামরুল হাসান রানা ১৯৯৭ ব্যাচ- হাবিবুর রহমান মজুমদার ১৯৯৮ ব্যাচ- মাহফুজুর রব রুবেল ১৯৯৯ ব্যাচ- সুরমান আহমেদ ২০০০০ থেকে ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের ব্যাচ প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, ২০০০ ব্যাচ- খালেদ সাইফুল্লাহ অঞ্জন ২০০১ ব্যাচ- আনোয়ারুল আলম সুহেদ ২০০২ ব্যাচ- নাজমুল বারী সোহেল ২০০৩ ব্যাচ- সায়েম উদ্দিন রাব্বি ২০০৪ ব্যাচ- সিরাজুল আলম জুবেল ২০০৫ ব্যাচ- কাওছার আহমেদ বাপ্পু ২০০৬ ব্যাচ- জামি আহমদ চৌধুরী ২০০৭ ব্যাচ- মোঃ মাহবুব আলম ২০০৮ ব্যাচ- আজিজুল ইসলাম উজ্জ্বল ২০০৯ ব্যাচ- কামরুল ইসলাম ২০১০ ব্যাচ- তানভীর মাহতাব ফাহিম ২০১১ ব্যাচ- এনামুল ইসলাম খান ২০১২ ব্যাচ- মাসুদ রানা ২০১৩ ব্যাচ- জাহিদ হাসান শিপলু ২০১৪ ব্যাচ- আশিক জাহান সাইফ ২০১৫ ব্যাচ- আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ ২০১৬ ব্যাচ- সাব্বির হোসাইন মান্না ২০১৭ ব্যাচ- মোঃ তারেকুল ইসলাম ২০১৮ ব্যাচ- রুহুল আমিন শকু ২০১৯ ব্যাচ- মোঃ মইনুল ইসলাম ২০২০ ব্যাচ- জাফর সিদ্দিক ২০২১ ব্যাচ- সাইদুর রহমান নিশান ২০২২ ব্যাচ- আরমান আহমেদ ২০২৩ ব্যাচ- আতিকুর রহমান আরিয়ান ২০২৪ ব্যাচ- আহনাফ শাহরিয়ার অয়ন ছাত্রী প্রতিনিধি ২০১৬ ব্যাচ- তাহেরা চৌধুরী ২০১৮ ব্যাচ- কলি মল্লিক ২০১৮ ব্যাচ- রেজবিন আক্তার

বি দ্র: অন্যান্য ব্যাচের ছাত্রী প্রতিনিধিরা আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করলে ছাত্রী প্রতিনিধি তালিকায় যুক্ত করা হবে। এছাড়া পরবর্তী সভায় ১১৬ বছর উদযাপন লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হবে বলে জানান আয়োজক কমিটি৷ বিদ্যালয়ের বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ। সভায় সবার আলোচনা সাপেক্ষে চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সাপ্তাহে বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন আয়োজনের সীদ্ধান্ত নেয়া হয়। এবং আয়োজনে রেজিষ্ট্রেশন ফি হিসেবে বিদ্যালয়ে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা ৩০০ টাকা, ২০১৫ থেকে ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা ৫০০ টাকা এবং এর পূর্ববর্তী সকল ব্যাচের শিক্ষার্থীরা ১০০০ টাকা করে নির্ধারণ করা হয়। পূর্বে যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদের বিষয় খুব শীগ্রই সিদ্ধান্ত জানানো হবে৷

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *