উপজেলা ভূমি অফিস,স্বাস্থ্য কমপ্লেক্স,শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সোমবার (২৫ নভেম্বর) রাতে তিনি পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।

তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে জেলা প্রশাসক ভূমি অফিস প্রাঙ্গণে বহেড়া ঔষধী একটি গাছ রোপণ করেন।

এ ছাড়াও ঐদিন তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *