আর সংঘাত নয়, আলোচনায় বসতে চাই: প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা সব সময় খোলা। আর কোনো সংঘাত তিনি চান না। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান। তাদের কথা শুনতে চান।

শনিবার (৩ আগস্ট) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

 
 
এছাড়া চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে। 
 
সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা ‘প্রত্যয় স্কিম’ বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।
 
আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন উপস্থিত পেশাজীবী নেতারা।
সৌজন্যেঃwww.somoynews.tv
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *