‘আমার বাবাকে রাজাকার.উপাধি দিয়ে বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়’

ছাত্রজনতার বিজয়কে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজারের কুলাউড়ার মাহতাব ছায়েরা উচ্চবিদ্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা হয়।

সভায় মাহতাব ছায়েরা উচ্চবিদ্যালয়ের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন পরিবারের সদস্য মোস্তফা উদ্দিন চৌধুরী ও আবু মোহাম্মদ চৌধুরী।

এ সময় আবু মোহাম্মদ চৌধুরী অভিযোগ করে বলেন, মাহতাব উদ্দিন চৌধুরী ও ছায়রা খানম চৌধুরী ১৯৮৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার পর ১৯৯৬ সালে আমি এই বিদ্যালয়ে চাকরিতে যোগদান করি।

পরের বছর অর্থাৎ ১৯৯৭ সালে আমি ট্রেনিংয়ে থাকাবস্থায় আমাকে কোনো কারণবিহীন চাকরিচ্যুত করা হয়। পরে এলাকার জনগণ আবার আমাকে পুনর্বহাল করে।এরই জের ধরে পুনরায় বিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষে ২০০৩ সালের ২৯ জুলাই ছুটিতে গেলে বিনা নোটিশে বিনা বেতনে সাময়িক বরখাস্ত না করে সরাসরি বরখাস্ত করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমার বাবাকে রাজাকার উপাধি দিয়ে বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয় যা দালিলিক পরিপন্থি ও বেআইনি। এ ছাড়াও আমিসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হয়রানি মানহানি এবং শারিরিক মানসিক ও আথিক ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। আমি এসবের বিচার চাই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *