আনচেলত্তির মাইলফলকের ম্যাচে আলাভেসকে হারাল রিয়াল মাদ্রিদ

ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ৩০০তম ম্যাচ। মিগুয়েল মুনোজের পর রিয়ালের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আনচেলত্তি। ম্যাচে জয় পেয়েছে তার দল, জয়ী তিনিও। তবে শেষ মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদকে শঙ্কায় ফেলে দিয়েছিল আলাভেস।

অথচ ৪৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটের খেলা দেখে মনে হতো না রিয়ালকে ভয় ধরিয়ে দিয়েছিল আলাভেস। ৮৫ এবং ৮৬ মিনিটে দুই গোল করে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পয়েন্ট কেড়ে নেওয়ার স্বপ্নও দেখতে শুরু করেছিল দলটি।

শেষ পর্যন্ত অবশ্য তা আর হয়নি। ৩-২ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

এই জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি। লা লিগায় প্রায় এক বছর আগে আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরেছিল রিয়াল। আর ইতালিয়ান কোচ আনচেলত্তি এই পথে ভেঙেছেন রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

ম্যাচের বেশির ভাগ সময় রিয়ালই আধিপত্য বিস্তার করে খেলেছে। গোলের শুরুও করেছে ১ মিনিটের মাথায়। ফেদে ভালভের্দের লম্বা পাস ধরে লুকাস ভাসকেজকে গোলের বল বানিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। জোরালো শটে গোল করতে অসুবিধা হয়নি ভাসকেজের।

৪০ মিনিট পরে অবশ্য জুড বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে গোল আদায় করে নেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিগে এটি তার পঞ্চম গোল।

বিরতির পর প্রতি আক্রমণ থেকে আলাভেস গোলকিপার আন্তনিও সিভেরার দুই পায়ের ফাঁক গলে রদ্রিগো গোল করার পর মনে হয়েছিল সহজই জয়ই পেতে যাচ্ছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কিন্তু রিয়ালের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে দুই মিনিটে দুটি গোল পেয়েছে আলাভেস। ৮৫ মিনিটে বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করেন আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়েজ। পরের মিনিটে তার পাস থেকে গোল করেন এনরিক গার্সিয়া।

৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাথলেটিক বিলবাও।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *